শিক্ষানবীশদের বেতন ৮০০০ ডলার!

১৭ মে, ২০১৯ ০১:৩৭  
শিক্ষানবীশ কর্মীদের সর্বোচ্চ বেতন দিয়ে বিশ্বে নজির স্থাপন করেছে ফেসবুক। চলতি বছরে আমেরিকায় শিক্ষানবীশদের ৮ হাজার ডলার বেতন দিয়েছে ফেসবুক। এই পরিমাণ বেতন দেয়ার ঘটনায় আলোচনা হয়েছে ফেসবুকের স্থায়ী কর্মীদের মধ্যে। জরিপের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে চাকরি বাজার নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লাসডোর। এর আগে শিক্ষানবীশ কর্মীদের সর্বোচ্চ বেতন দেয়ায় শীর্ষে ছিলে অ্যামজন এবং সেলসফোর্স। অ্যামাজনের তরফে থেকে বেতন দেওয়া হয়েছিল ৭.৭২৫ ডলার। আর Salesforce- এর তরফে ৭,৬৬৭ ডলার বেতন দেওয়া হয়েছিল তাদের শিক্ষানবীশ কর্মীদের। অবশ্য আমেরিকায় সর্বপ্রথম সব থেকে বেশি বেতন দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করে গুগল। গুগল শিক্ষানবীশদের বেতন দেয় ৭,৫০০ ডলার।